ঢাকায় আবার কারফিউ’র হিড়িক ও ধ্বংসের তাণ্ডব শুরু
ঢাকা ২৪শে নভেম্বর মুক্তিবাহিনীর দুঃসাহসী গেরিলাদের ক্রমবর্ধমান বেপরােয়া আক্রমণ ও প্রতিদিন অফিস-আদালত কলকারখানা এবং পাক সামরিক বাহিনীর টহলদার সৈন্যদের আড্ডাখানায় বেসুমার বােমা ফাটার দরুণ নাজেহাল পাক সমর নায়কেরা খাছ রাজধানী ঢাকায় আবার কারফিউ জারী করেছে। কিন্তু কার কারফিউ কে শােনে। মুক্তিবাহিনীর অসমসাহসী গেরিলারা কারফিউর মধ্যেও বিনা বাধায় জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন। বিবিসি ও রয়টারের সংবাদদাতা জানান যে, ঢাকায় ইপি আর হেড কোয়াটার্স-এ আক্রমণ চালিয়ে তিনজন পশ্চিম পাকিস্তানী পুলিশকে হত্যা করেন। এদিকে পশ্চিমা দালাল নরকের কীট হামিদুল হক চৌধুরীর কাজলাস্থ মােড়ক কারখানায় বিস্ফোরণ ঘটিয়ে গেরিলারা কারখানাটি সম্পূর্ণরূপে ধ্বংস করে দেন। আতঙ্কগ্রস্ত পাক সৈন্যরা ঢাকা শহরে আবার গেরিলা খোজার নামে নির্মম ও নৃশংস বর্বরতা শুরু করেছে বলে এ, এফ, পি জানিয়েছেন।
আমার দেশ ॥ ১: ১৩
২৫ নভেম্বর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯