সাতক্ষীরা মুক্ত
ঈদের দিন ভাের রাত হতে মুক্তিফৌজের যে বিজয় অভিযান চলেছে এবং যার ফলে এই সংবাদ লেখা। পর্যন্ত গােটা সাতক্ষীরা মহকুমা মুক্ত হয়েছে তা এখনও অব্যাহত। মুক্তিফৌজের অসম সাহসী যােদ্ধারা শত্ৰু সংহারের মহােৎসবে মেতে একের পর এক পাকসৈন্যদের ঘাঁটি গুলি হতে তাদের বিতাড়ন করেছেন এবং ভােমরা, শাখরা, পারুলিয়া ও হঠাৎ গঞ্জের মত শক্তিশালী পাকছাউনি গুলির ধ্বংস সাধন করে এখন খুলনার দিকে এগিয়ে চলেছেন। খবর এসেছে, সাতক্ষীরা শহর থেকেও পাক চমুরা বিতাড়িত। সাতক্ষীরা শহরের রাজারবাগান, টাউন স্কুল প্রভৃতি ঘাঁটিগুলি ছেড়ে তারা চলে গেছে। পালাবার সময় ফেলে গেছে বেশ কিছু রাজাকারকে যারা বন্দী হয়েছে মুক্তিবাহিনীর হাতে। তালা থানার একমাত্র পাকিস্তানী ঘাঁটি পাটকেলঘাটারও পতন হয়েছে বলে খবর পাওয়া গেছে। সংবাদসূত্রে প্রকাশ যশােরের মনিরামপুর, কেশবপুর, চুকনগর (খুলনা সীমান্তে) প্রভৃতি ঘাটিগুলিরও পতন হয়েছে। মুক্তিবাহিনীর প্রচণ্ড আক্রমণে এই সমস্ত এলাকার পাকিস্তানী হানাদারদের ভাড়াটিয়া রাজাকার বাহিনী হয় আত্মসমর্পণ করেছে নয়ত পালিয়ে গেছে।
অভিযান এ ১: ২৪
২৫ নভেম্বর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯