আওয়ামী লীগের জনসভা
অদ্য শুক্রবার প্রদেশবাসী প্রতিবাদ দিবস উপলক্ষে আওয়ামী লীগের উদ্যোগে পল্টন ময়দানে এক জনসভা অনুষ্ঠিত হইবে। জনাব হাফেজ হাবিবুর রহমান সভায় সভাপতিত্ব করিবেন। মেসার্স জহিরুদ্দীন, আবদুল মােমেন, শামসুল হক প্রমুখ সভায় বক্তৃতা করিবেন।
দৈনিক পাকিস্তান, ১৩ মে ১৯৬৬