আওয়ামী লীগের জনসভা
গফরগাঁও থানা আওয়ামী লীগের উদ্যোগে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবর রহমানসহ সকল রাজবন্দীর মুক্তি, জরুরী অবস্থা প্রত্যাহার, খাদ্যদ্রব্যসহ অন্যান্য নিত্যপ্রয়ােজনীয় দ্রব্যের মূল্য হ্রাস প্রভৃতি দাবীতে আগামী ৪ঠা জুন (শনিবার) ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ে এক জনসভা অনুষ্ঠিত হইবে। পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের অস্থায়ী সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রচার সম্পাদক জনাব আবদুল মােমেন, সাংস্কৃতিক সম্পাদক জনাব ওবায়দুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব শামসুল হক এবং ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব রফিকুদ্দিন ভূঁইয়া এই জনসভায় বক্তৃতা করিবেন।
দৈনিক ইত্তেফাক, ০১ মে ১৯৬৬