দৈনিক পয়গাম
১৬ই ফেব্রুয়ারি ১৯৬৯
গোলটেবিল বৈঠকে শেখ মুজিবকে অন্তর্ভুক্ত করুন : আসগর খান
লাহোর, ১৫ই ফেব্রুয়ারী।- এয়ার মার্শাল আসগর খান আলাপ-আলোচনায় সাফল্যের জন্য প্রস্তাবিত গোলটেবিল বৈঠকে জনাব ভুট্টো ও শেখ মুজিবর রহমানের যোগদানের উপর গুরুত্ব আরোপ করেন।
নেতৃদ্বয়কে দেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং দলীয় ও অপরাপর বিরোধী দলীয় নেতার সহিত আলাপ-আলোচনার সুযোগ দানের উদ্দেশ্যে গোলটেবিল বৈঠক অনুষ্ঠানের ব্যাপারে আরও এক সপ্তাহ সময় দানের জন্য জনাব আসগর খান প্রস্তাব দেন।
মওলানা আবদুল হামিদ খান ভাসানীকেও এই আলোচনায় যুক্ত করার জন্য তিনি সুপারিশ করেন। তিনি বলেন, যে-কোন রাজনৈতিক দলকে এই আলোচনা হইতে বাদ দেওয়া হইলে ভুল হইবে।
সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯