You dont have javascript enabled! Please enable it! 1966.10.06 | করাচী আওয়ামী লীগ কর্তৃক শেখ মুজিবসহ সকল রাজবন্দীর মুক্তি দাবী | সংবাদ - সংগ্রামের নোটবুক

করাচী আওয়ামী লীগ কর্তৃক শেখ মুজিবসহ সকল রাজবন্দীর মুক্তি দাবী

সম্প্রতি করাচী আওয়ামী লীগের কাউন্সিল সভায় শেখ মুজিবসহ আটক সকল রাজবন্দীর মুক্তি দাবী করা হইয়াছে এবং ৬-দফা কর্মসুচীকে জাতীয় সংহতি ও সমৃদ্ধির জন্য আবশ্যক বলিয়া অভিমত প্রকাশ করা হইয়াছে। সভায় করাচী পুলিশ ও সিআইডি বিভাগের নির্যাতনমূলক কার্যকলাপের তীব্র নিন্দা করিয়া উক্ত রূপ। কার্যকলাপ হইতে বিরত হওয়ার জন্য দাবী জানানাে হইয়াছে।

সংবাদ, ০৬ অক্টোবর ১৯৬৬