নাটোরে কৃষক সমাবেশে ৬-দফার প্রতি পূর্ণ সমর্থন
নাটোর, ৬ই মে। অদ্য এখান হইতে ১৩ মাইল দূরে সিংড়া নামক স্থানে চলনবিল এলাকার এক বিরাট কৃষক সমাবেশে শেখ মুজিবের ঐতিহাসিক ৬-দফা দাবীর প্রতি অকুণ্ঠ সমর্থন জ্ঞাপন করা হয়। সমাবেশে বক্তৃতা প্রসঙ্গে বিভিন্ন কৃষক নেতা বলেন যে, পাটের ন্যায্যমূল্য এবং বিশ্ববাজারে পূর্ব পাকিস্তানী সম্পদের চাহিদা বৃদ্ধি করার জন্য পূর্ব পাকিস্তানের পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসন একান্ত অপরিহার্য হইয়া উঠিয়াছে। এই কৃষক সভায় গৃহীত প্রস্তাবে শেখ মুজিবের উপর আরােপিত সকল প্রকার হয়রানিমূলক ব্যবস্থা রহিত করার দাবী জানানাে হয়। নাটোর মহকুমা আওয়ামী লীগ সেক্রেটারী জনাব আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কৃষক সভায় অনতিবিলম্বে লেভী প্রথার বিলােপ ও খাদ্যসহ বিভিন্ন দ্রব্যের মূল্য হ্রাস করার দাবী জানানাে হয়। আগামী মাসে এখানে কৃষক কনফারেন্স অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। অপর এক প্রস্তাবে এই কনফারেন্সে শেখ মুজিবকে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ করার সিদ্ধান্ত গৃহীত হইয়াছে। এই উপলক্ষে বিশিষ্ট আওয়ামী লীগ নেতা জনাব আইযুব উল্লাকে চেয়ারম্যান করিয়া একটি শক্তিশালী অভ্যর্থনা কমিটি গঠন করা হইয়াছে।
দৈনিক ইত্তেফাক, ০৮ মে ১৯৬৬