You dont have javascript enabled! Please enable it! 1966.05.06 | বরিশালে আওয়ামী লীগের জনসভা | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

বরিশালে আওয়ামী লীগের জনসভা

সম্প্রতি জনাব আমিনুল হক চৌধুরীর বাসভবনে বরিশাল জেলা আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাদেশিক আওয়ামী লীগ প্রধান। শেখ মুজিবর রহমানকে সম্বর্ধনা জ্ঞাপনের জন্য জনাব ইউনুস এবং জনাব নূরুল ইসলাম মঞ্জুরকে যথাক্রমে সভাপতি ও সম্পাদক করিয়া একটি শক্তিশালী সম্বর্ধনা কমিটি গঠন করা হইয়াছে। প্রসঙ্গতঃ উল্লেখযােগ্য যে, আগামী ১২ই মে অনুষ্ঠিতব্য জনসভায় বক্তৃতার জন্য শেখ সাহেব এখানে আগমন করিতেছেন।

দৈনিক ইত্তেফাক, ০৬ মে ১৯৬৬