You dont have javascript enabled! Please enable it! 1966.04.25 | ৬-দফার দাবীতে বাগেরহাটে বিরাট জনসভা | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

৬-দফার দাবীতে বাগেরহাটে বিরাট জনসভা

লেভী প্রথা প্রত্যাহার ও চাউলসহ নিত্যপ্রয়ােজনীয় দ্রব্যের অগ্নিমূল্যে গভীর উদ্বেগ

বাগেরহাট, ২২ শে এপ্রিল। আজ বিকালে স্থানীয় পৌরপার্কে ৬-দফার দাবীতে এক বিরাট জনসভা অনুষ্ঠিত। সভাপতিত্ব করেন জনাব আবদুল হামিদ। (উকিল)। সভায় প্রধান বক্তার ভাষণে খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ আবদুল আজীজ ৬-দফার বিস্তারিত ব্যাখ্যা ও উহার অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক তাৎপর্য সম্পর্কে বিস্তারিত আলােচনা করেন।

জেলা আওয়ামী লীগ সম্পাদক জনাব মনসুর আলী, প্রাক্তন সম্পাদক জনাব সালাহউদ্দিন ইউসুফ, খুলনা শহর আওয়ামী লীগ সভাপতি জনাব মমিন উদ্দিন আহমদ, জনাব একরামুল কবীর ও জনাব আলী আহমদ প্রমুখ নেতা সভায় বক্তৃতা করেন। সভায় ৬-দফা দাবীর প্রতি অকুণ্ঠ সমর্থন, সকল রাজনৈতিক বন্দীর মুক্তি ও সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার, লেভী প্রথা প্রত্যাহার, কলেরা ও বসন্ত মহামারী প্রতিষেধক ব্যবস্থা গ্রহণ ও বিশুদ্ধ পানি সরবরাহে পৌর কর্তৃপক্ষের ব্যর্থতার নিন্দা করিয়া প্রস্তাব গৃহীত হয়। সভায় গৃহীত অপর এক। প্রস্তাবে স্থানীয় বাজারে চাউল, চিনি ও আটার অভাব এবং চাউল ও অন্যান্য নিত্য ব্যবহার্য দ্রব্যের অগ্নিমূল্যের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করিয়া অবিলম্বে চাউল ও অন্যান্য নিত্যব্যবহার্য দ্রব্যের সরবরাহ বৃদ্ধির জোর দাবী জানানাে হয়। প্রসঙ্গতঃ উল্লেখযােগ্য যে, বর্তমানে স্থানীয় বাজারে প্রতিমণ চাউল ৪০ টাকা দরে বিক্রয় হইতেছে।–সংবাদদাতা।

দৈনিক ইত্তেফাক, ২৫ এপ্রিল ১৯৬৬