ছয়দফাভিত্তিক ফেডারেল পরিকল্পনার পক্ষে রায় দান
পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ অধিবাসী ছয়-দফাভিত্তিক শাসনতন্ত্রের জন্য তাহাদের ঐতিহাসিক রায় দিয়াছে। দলীয় নেতাবৃন্দসহ প্রেসিডেন্ট ইয়াহিয়ার সহিত সাক্ষাৎ করিয়া ছয়-দফাভিত্তিক শাসনতান্ত্রিক সূত্রের তাৎপর্য তাকে বুঝাইয়াছি। ইহার পর আমি পিপলস পার্টি প্রধান জনাব জেড.এ ভুট্টোর সহিত বৈঠকে মিলিত হইয়াছি এবং আমার সহকর্মীগণ তাঁহার সহকর্মীদের সহিত কয়েক দফা বৈঠকে বসিয়াছেন।
আমরা তাহাদিগকে বুঝাইয়া দেই যে, পাকিস্তানের অধিকাংশ মানুষ ছয়দফাভিত্তিক ফেডারেল পরিকল্পনার পক্ষে রায় দান করায় বর্তমানে বিষয়টি জনগণেরই সম্পত্তিতে পরিণত হইয়াছে। জনগণ আওয়ামী লীগের প্রতি ছয়দফাভিত্তিতে শাসনতন্ত্র রচনার ম্যান্ডেট দান করিয়াছে এবং পার্টি এই ম্যান্ডেট কার্যকরী করিতে বাধ্য।
আজাদ, ২৫ ফেব্রুয়ারি ১৯৭১