You dont have javascript enabled! Please enable it! 1969.12.06 | ছয়-দফার দাবিতে সারাবাংলা জাগিয়া উঠিয়াছিল | ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

ছয়-দফার দাবিতে সারাবাংলা জাগিয়া উঠিয়াছিল

শেখ মুজিব বলেন, আজ যারা বড় বড় কথা বলিয়া বাজিমাৎ করিতে চায়, কথায় কথায় বাঙালির দুঃখে কুম্ভীরাশ্রু বর্ষণ করে-বাংলার চরম দুর্দিনে সেই সব ‘নেতাকে বাঙালিরা পাশে পায় নাই। তিনি বলেন, ১৯৬৬ সালের ৭ জুন যখন। ছয়-দফার দাবিতে সারাবাংলা জাগিয়া উঠিয়াছিল-যখন আমরা জেলে ছাত্র-শ্রমিককৃষক স্বৈরাচারী শক্তির বুলেটের আঘাতে রক্তাক্ত হইয়াছিল, সেই সময় এইসব বিপ্লবী নেতার কেহবা ভয়ে ঘরে খিল আটকাইয়াছে, কেহবা ছয়-দফা আন্দোলনে বহিঃশক্তির গন্ধ আবিষ্কারে লিপ্ত হইয়াছে। আওয়ামী লীগ প্রধান বলেন, সেদিন যদি এইসব নেতা আন্দোলনকে আগাইয়া নিতেন, বহুপূর্বে আইয়ুবের পতন ঘটিত-স্বায়ত্তশাসনও আদায় হইত।

ইত্তেফাক, ৬ ডিসেম্বর ১৯৬৯