You dont have javascript enabled! Please enable it! 1972.04.21 | ভারত ও বাংলাদেশ মৈত্রীতে ফাটল সৃষ্টির চক্রান্ত চলছে-শ্রীমতি ইন্দিরা গান্ধী | ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

ভারত ও বাংলাদেশ মৈত্রীতে ফাটল সৃষ্টির চক্রান্ত চলছে-শ্রীমতি ইন্দিরা গান্ধী

নয়াদিল্লি। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেন, বাংলাদেশের বিরুদ্ধে এখনও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে এবং কিছু লোক ভারত বাংলাদেশ মৈত্রীবন্ধন বানচাল করে দেয়ার চেষ্টা করছে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ভারতের ইংরেজি সাপ্তাহিক ‘ব্লিৎসের প্রতিনিধিকে শ্রীমতি গান্ধী আরও বলেন: ‘সেই সকল লোকেরাই ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বের ভাঙ্গন সৃষ্টি করতে চাচ্ছে। যারা বাংলাদেশের বাস্তবতাকে মেনে নিতে চায় নাই।’ গত মাসে বাংলাদেশ সফরের প্রেক্ষিতে তার ধারণার কথা বলতে গিয়ে শ্রীমতি গান্ধী বলেন,বাংলাদেশ বিভিন্নমুখী সমস্যার সম্মুখীন এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা এই সমস্যাকে আরও জটিল করার চেষ্টায় আছেন। এই ষড়যন্ত্রের প্রকৃতি সম্পর্কে তিনি অবশ্য সুস্পষ্ট কিছু বলেন নাই। পাকিস্তান ভারতের আসন্ন বৈঠক তিনি ‘রুচিকর’ বলে মন্তব্য করেন। এবং এই বিষয়ে তিনি সাংবাদিককে খুব বেশি ঘুড়ি না উড়াতে আহ্বান জানান। সাংবাদিকদের সাথে ভোজসভায় : স্থানীয় সাংবাদিক সমিতি কর্তৃক তার সম্মানে প্রদত্ত এক মধ্যাহ্ন ভোজ সভায় শ্রীমতি গান্ধী বলেন, পাকিস্তানের সাথে “কৌশল” ব্যবহার করার ওপরেই পাকিস্ত নি-ভারত বৈঠকে সার্থকতা নির্ভর করছে। শীর্ষ সম্মেলনে বিলম্ব ঘটলে ভারতের পক্ষেই সুবিধা জনক হবে কি না জিজ্ঞাসা করা হলে শ্রীমতি গান্ধী তার প্রতিবাদ করেন। তিনি বলেন, “ভারত যা চেয়েছে। তাই অনুরোধ জানানো হয়েছে। ভারত যদি শান্তি চায় তবে তা যত সত্বর হয় ততই মঙ্গল।” ভারত-আমেরিকা সম্পর্কের ওপর তিনি এই বলে মন্তব্য করেন যে, যুক্তরাষ্ট্র যদি ভারতের বন্ধু হতে চায় তবে তা নিতান্তই খারাপ।’ ভারতের সাথে তার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হবে কি না তা নির্ভর করছে আমেরিকার ওপর। চীন-ভারত সম্পর্ক স্বাভাবিক করার প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি চীনের ওপর নির্ভর করে। অর্থাৎ চীন ভারতের সাথে ভালো সম্পর্ক চায় কি না তার ওপর। অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আরবের সমস্ত দেশের সাথে ভারতের সম্পর্ক একরকম নয়।

রেফারেন্স: ২১ এপ্রিল ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ