দৈনিক পয়গাম
২১শে ফেব্রুয়ারি ১৯৬৯
মুজিব প্যারোলে মুক্তি চান না
রাওয়ালপিণ্ডি, ২০শে ফেব্রুয়ারী।— সন্ধ্যা ৬টা পর্যন্ত ৬-দফাপন্থী আওয়ামী লীগের প্রধান শেখ মুজিবর রহমানকে মুক্তি দেওয়া হয় নাই। আওয়ামী লীগের জনৈক কর্মকর্তা বলেন যে, তিনি টেলিফোনে ঢাকায় শেখ মুজিবের পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করিলে তাহারা জানান যে, তাহারা শেখ মুজিবের মুক্তি সম্পর্কে কিছুই অবগত নন।
তিনি এই সংগে দ্ব্যর্থহীন ভাবে জানান যে, শেখ মজিব প্যারোলে পিণ্ডি আগমন করিবেন না। তিনি যদি পিণ্ডি আসেনই, তাহা হইলে মুক্ত মানুষ হিসাবেই আসিবেন। —পিপিআই
সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯