You dont have javascript enabled! Please enable it!

দৈনিক পয়গাম
২৩শে ফেব্রুয়ারি ১৯৬৯
নেতৃবৃন্দের অভিনন্দন : শেখ মুজিবের মুক্তিতে সর্বত্র আনন্দের সঞ্চার
(ষ্টাফ রিপোর্টার)

আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার ও শেখ মুজিবর রহমানের মুক্তিতে গতকল্য (শনিবার) দলমত নির্বিশেষে দেশের নেতৃবৃন্দ আনন্দ প্রকাশ করেন ও শেখ মুজিবকে অভিনন্দন জানান।

মাওলানা ভাসানী
মাওলানা আবদুল হামিদ খান ভাসানী আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার ও শেখ মুজিবসহ সকলের মুক্তিদানকে শুভ পদক্ষেপ বলিয়া মন্তব্য করেন এবং “বিজ্ঞ নীতির” জন্য সরকারকে অভিনন্দন জানান। ইহাছাড়া, মনি সিং, অজয় কুমার রায়, শৈল রঞ্জন মিত্র, সন্তোষ কুমার ব্যানার্জী এবং অমলকান্তি সেন সহ সকল রাজবন্দীর মুক্তির সংবাদে মওলানা সন্তোষ প্রকাশ করেন।

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯