যুদ্ধবন্দিদের অবশ্যই বিচার হবে- বঙ্গবন্ধুর সুস্পষ্ট উক্তি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুনরায় ঘোষণা করেন যে, বাংলাদেশে গণহত্যার জন্য দায়ী পাকিস্তানি যুদ্ধবন্দিদের অবশ্যই বিচার করা হবে। দিল্লির ষ্টেটসম্যান’ পত্রিকার প্রতিনিধি মি. কুলদীপ নায়ারের সাথে এক সাক্ষাৎকারে বঙ্গবন্ধু উক্ত মন্তব্য করেন। বঙ্গবন্ধু বলেন, তার দেশের সম্মতি ব্যতিরেকে যুদ্ধবন্দি প্রশ্নে কোনো মিমাংসা হতে পারে না। কারণ, যুদ্ধবন্দিদের ব্যাপারে ভারত ও বাংলাদেশের যুদ্ধ দায়িত্ব রয়েছে। বঙ্গবন্ধু ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বের বিষয় উল্লেখ করে বলেন যে, বাঙালিরা অকৃতজ্ঞ নয়। তরে পাকিস্তানিরা যতই অপপ্রচার করুক না কেন বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র।
রেফারেন্স: ২৬ এপ্রিল ১৯৭২, ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ