পাকিস্তানে আটক বাঙালিদের ফেরত আনার প্রশ্নে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা
বাংলাদেশে যুক্তরাষ্ট্র মিশনের প্রধান মি, এইচ, বি, স্পিভাক গত সোমবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জনাব আবদুস সামাদের সাথে সাক্ষাৎ করে পাকিস্তানে আটক বাঙালিদের স্বদেশে দ্রুত প্রত্যাবর্তনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা সম্পর্কে অবহিত করেন। মি. স্পিভাক পাকিস্তানে আটক বাঙালিদের সমস্যার ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রীকে তার সরকারের দৃষ্টিভঙ্গি সম্পর্কে জ্ঞাত করান। তিনি বলেন যে, তার সরকার পাকিস্তান হতে বাঙালিদের দ্রুত প্রত্যাবর্তনের ব্যাপারে সম্ভব মতো সবকিছুই করবে। মি.স্পিভাক যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনা সম্পর্কে ইঙ্গিত প্রদান করেন। যুক্তরাষ্ট্র কর্তৃক জাতিসংঘের শাখা সমূহের মাধ্যমে বাংলাদেশকে প্রদত্ত সাহায্য সম্পর্কে তিনি পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন। পরে বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাই কমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে এক ঘণ্টারও অধিক সময় অতিবাহিত করেন।
রেফারেন্স: ২৬ এপ্রিল ১৯৭২, ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ