পাকিস্তান-ভারত আলোচনায় বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে হবে- ইন্দিরা গান্ধী
নয়াদিল্লি। ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী আজ এখানে বলেন যে, পাকিস্তান-ভারত আলোচনায় বাংলাদেশের স্বার্থ অবশ্যই রক্ষা করতে হবে। শ্রীমতি গান্ধীর সম্মানে আজ নয়াদিল্লিস্থ বিদেশি সাংবাদিকদের দক্ষিণ এশিয়া সমিতি আয়োজিত এক মধ্যাহ্নভোজে বাসস প্রতিনিধির এক প্রশ্নের জবাবে তিনি উপরোক্ত কথা বলেন। রাওয়ালপিন্ডিতে শ্রী ধরের প্রতিনিধি দলের ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণালয়ে বাংলাদেশ বিশেষজ্ঞের অন্তর্ভূক্তির তাৎপর্য সম্পর্কে জানতে চাওয়া হলে শ্রীমতি গান্ধী বলেন, এটা স্বাভাবিক। বাংলাদেশের স্বার্থ অবশ্যই রক্ষা করা হবে। ভারত ও পাকিস্তানের মধ্যে একটি নিষ্পত্তির সম্ভাবনা সম্পর্কে বাসস প্রতিনিধির অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা শুধু এরকম একটি নিষ্পত্তির আশা করতে পারি। এই সাথেই তিনি বলেন যে, বাংলাদেশ এ ব্যাপারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যুদ্ধবন্দিদের ফেরত দান সম্পর্কে শ্রীমতি গান্ধীকে প্রশ্ন করা হয় যে, এটা কি একটি সামগ্রিক সমাধানের অংশ হিসেবেই বিবেচিত হবে, না এ ব্যাপারটি পৃথক ভাবে সমাধান করা হবে? জবাবে তিনি বলেন যে, এ ব্যাপারটি এখনও আলোচনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা আলোচনা করা হবে। বাংলাদেশ যুদ্ধাপরাধীদের বিচারে যে কথা বলেছে, তাতে উপমহাদেশে শান্তির ওপর কি প্রতিক্রিয়া হবে, সে সম্পর্কে জানতে চাওয়া হলে শ্রীমতি গান্ধী বলেন, কি ঘটবে তা বিশেষভাবে নির্ভর করছে বাংলাদেশ কি করবে এবং তাতে পাকিস্তানের প্রতিক্রিয়া কি হবে। আমি মনে করি, পরিস্থিতির অগ্রগতি আমাদের লক্ষ্য করা উচিত। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ভবিষ্যতে কোনো ফেডারেশন গঠনের সম্ভাবনা সম্পর্কে শ্রীমতি গান্ধী বলেন, আপনি অনেকখানি এগিয়ে বলছেন।
রেফারেন্স: ২৮ এপ্রিল ১৯৭২, ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ