ঘেরাও লকআউট সমাধান নয়
চন্দ্রঘোনা। বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং ভাবাবেগে প্রভাবিত হয়ে ঘেড়াও লক আউট বা চাপ প্রয়োগের অনুমোদিত পন্থার মাধ্যমে সমস্যার কোনো সমাধান হবে না এবং কোনো দাবি আদায় হবে না। বাংলাদেশের শ্রম ও সমাজকল্যাণমন্ত্রী জনাব জহুর আহমদ চৌধুরী সন্ধ্যায় এখানে এক বিরাট শ্রমিক সমাবেশে ভাষণ দানকালে একথা বলেন। যুদ্ধ বিধ্বস্থ অর্থনীতি পুনর্গঠনে সরকারি প্রচেষ্টায় দালালরা যে বাধার সৃষ্টি করছে তাতে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। সমাজ বিরোধী দালাল এবং তাদের বিদেশি প্রভুদের কঠোর হস্তে দমন করা হবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি সাবধান করে দিয়ে এদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের মাটিতে এদের কোনো ঠাই হবে না। তিনি শ্রমিকদের বলেন, আপনারা ঘেরাও এবং বিশৃঙ্খলার আন্দোলন থেকে বিরত থাকুন যাতে বাংলাদেশের উন্নয়নের পথে কোনো বাধার সৃষ্টি না হয়। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি অচিরেই পূরণ করা হবে। মে দিবস উপলক্ষে আগামিকাল সোমবার বাংলাদেশের সকল ডাকঘর বন্ধ থাকবে। বাংলাদেশ পোষ্ট অফিস এ কথা ঘোষণা করেছেন। শনিবার এক সরকারি হ্যান্ড আউটে একথা জানানো হয়েছে।
রেফারেন্স: ২৮ এপ্রিল ১৯৭২, ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ