বঙ্গবন্ধুর নেতৃত্বে সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংকল্প ঘোষণা
ঐতিহাসিক মে দিবস পালন উপলক্ষে শনিবার জাতীয় শ্রমিক লীগের এক সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশে সমাজতন্ত্র ও গণতন্ত্র প্রতিষ্ঠার দৃঢ় সংকল্প ঘোষণা করা হয়েছে। মে দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচির ৫ম দিনে বিকেলে বায়তুল মোকাররমের সামনে অনুষ্ঠিত এই সভায় জাতীয় শ্রমিক লীগের প্রেসিডেন্ট মওলানা সাইফুর রহমান সভাপতিত্ব করেন। সভায় অন্যান্যের মধ্যে শ্রমিক লীগের ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ শাহজাহান ও শ্রমিক নেতা জনাৰ সিরাজুল আলম খানও বক্তৃতা করেন। আজকের কর্মসূচি : জাতীয় শ্রমিক লীগের উদ্যেগে আজ রোববার সন্ধ্যা ৬ টায় বায়তুল মোকাররমে সমাবেশ ও সন্ধ্যা ৭ টায় মশাল মিছিল আগামিকালের কর্মসূচী: ১ মে সোমবার সকাল ৮ টায় পল্টন ময়দানে লাল বাহিনীর কুচকাওয়াজ ও বিকেল ৩ টায় পল্টনে জনসভা। রাজমিস্ত্রী শ্রমিক ইউনিয়ন : গত শুক্রবার বাংলাদেশ রাজমিস্ত্রী শ্রমিক ইউনিয়নের কার্যকরী। কমিটির এক সভায় পহেলা মে বাংলাদেশ সংবাদপত্র প্রেস ফেডারেশন, বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও ঢাকা নিউজ পেপার হকার্স ইউনিয়নের যৌথ কর্মসূচিতে অংশ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় ঢাকা শহর পার্শ্ববর্তী ২৫ টি শাখার ৫৩ জন সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের সভাপতি জনাব আব্দুল হাই সভাপতিত্ব করেন। সভায় গৃহীত এক প্রস্তাবে আগামি ৫ মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিকট রাজমিস্ত্রীদের বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত একটি স্মারকলীপি পেশের সিদ্ধান্ত নেয়া হয়।
রেফারেন্স: ২৯ এপ্রিল ১৯৭২, ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ