বাংলাদেশ-সোভিয়েত বাণিজ্য চুক্তি সম্পন্ন
মস্কো। এখানে বাংলাদেশ ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পারস্পরিক সম্প্রীতি ও সমঝোতার পরিবেশে উভয় দেশের মধ্যে বাণিজ্য আলোচনা অনুষ্ঠিত হয়। চুক্তিতে উভয় দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের নীতিমালা নির্দেশ করা হয়। চুক্তি মোতাবেক ব্যবসা-বাণিজ্যের সকল ক্ষেত্রে দায় পরিশোধের ব্যাপারে এবং বাণিজ্য মিশন স্থাপনে উভয় দেশ পরস্পরকে সর্বাধিক অনুকুল্য প্রদান করবে। উভয় দেশ ব্যাপক ভিত্তিক পণ্য তালিকার ভিত্তিতে উভয়ের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের বিকাশ সাধন করবে। উভয় দেশের প্রতিনিধিদলই পারস্পরিক বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সম্পর্কে মত বিনিময় করেন। সোভিয়েত ইউনিয়নের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী নিকোলাই পাতোলিচেফ এবং বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী জনাব এম, আর,সিদ্দিকী স্ব স্ব দেশের পক্ষ হতে বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর দান করেন।
রেফারেন্স: ১ এপ্রিল ১৯৭২, ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ