You dont have javascript enabled! Please enable it!

ভারত হতে খাদ্য সরবরাহ সম্পর্কে দ্বিপক্ষীয় বৈঠক

ভারতের খাদ্য প্রতিনিধিদল এবং বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মচারীদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে ভারত হতে বাংলাদেশে খাদ্য সরবরাহ করার বিষয়ে আলোচনা করা হয়। বাংলাদেশের খাদ্য সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় যোগদানকারী অন্যদের মধ্যে ছিলেন ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের ১ম সচিব শ্রীমতি অরুন্ধতী ঘোষ,ভারতের জাহাজ এবং খাদ্য কর্মাধ্যক্ষ শ্রী এ,এস থানডো, ভারতের খাদ্য সরবরাহ কর্মাধ্যক্ষ শ্রী ও পি মহাজন ও ভারত খাদ্য সংস্থার প্রধান সংযোগ অফিসার মিষ্টার পি, এস টমাস। বাংলাদেশ কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ রেলপথ ও অভ্যন্তরীণ নৌ যোগাযোগ সংস্থা এবং বাংলাদেশের বহিঃ ত্রাণ সহযোজকবৃন্দ বাংলাদেশের পক্ষে আলোচনায় অংশগ্রহণ করেন। বাংলাদেশ সরকারের খাদ্য সচিব ভারত হতে বাংলাদেশে খাদ্য দ্রুত সরবরাহের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। জবাবে শ্রী ও. পি, মহাজন আশ্বাস প্রদান করে বলেন যে, প্রস্তাবিত ৫ লক্ষ টন খাদ্যশস্যের অন্তর্গত বাকি ৩ লক্ষ ৫০ হাজার টন খাদ্যশস্যের সরবরাহ মে মাসের ৫ তারিখের মধ্যে সমাধা করা হবে।

রেফারেন্স: ১ এপ্রিল ১৯৭২, ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ