বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষর
নয়াদিল্লি। ভারত ও বাংলাদেশ আজ দুদেশের মধ্যে বাণিজ্য আর সাংস্কৃতিক বিনিময়ে ব্যবস্থাসহ এক চুক্তি স্বাক্ষর করেছে। এতে ভারতের পক্ষে বৈদেশিক বাণিজ্যমন্ত্রী শ্রী মিশ্র এবং বাংলাদেশের পক্ষে বাণিজ্যমন্ত্রী জনাব এম আর সিদ্দিকী স্বাক্ষর দেন। এর পাশে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী জনাব এম আর সিদ্দিকীকে স্বাগত জানিয়ে ভারতের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী এস এম মিশ্র আশা প্রকাশ করেন যে, দু’দেশের মধ্যে যে বাণিজ্য সম্পর্ক শুরু হয়েছে, তা পারস্পরিক সহযোগিতা ও উন্নতির ক্ষেত্রে এক নব অধ্যায়ের সূচনা মাত্র।
যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে অতি দ্রুত স্বাভাবিক অবস্থা প্রতিষ্ঠার জন্য তিনি সরকারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং জনাব সিদ্দিকীকে এই মর্মে আশ্বাস দেন যে, বাংলাদেশের চাহিদা পূরণে ভারত সম্ভাব্য সবকিছুই করবে। মি. মিশ্র বলেন, আমরা যে নয়া বাণিজ্য চুক্তিতে স্বাক্ষরদান করব, বাংলাদেশের জরুরি চাহিদা পূরণই হবে তার প্রাথমিক লক্ষ্য। আমাদের প্রধানমন্ত্রীও এ বিষয়ে অত্যন্ত আগ্রহী। তিনি বলেন, আপনাদের চাহিদা পূরণের লক্ষ্য নিয়েই এই আলোচনা পরিচালনার জন্য আমি প্রয়োজনীয় নির্দেশ দিয়েছি। পারস্পরিক সমঝোতার ব্যাপারে কোনো প্রশ্ন উঠবে না, এ বিষয়ে আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি। এর জবাবে জনাব সিদ্দিকী বলেন যে, তার দেশ ভারতের সঙ্গে সম্ভাব্য সর্বাধিক অর্থনৈতিক সহযোগিতা প্রতিষ্ঠার দৃঢ় প্রতিজ্ঞ এবং বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্য সংস্থায় সংযুক্তভাবে কাজ করারও তিনি প্রস্তাব করেন। তিনি বলেন যে, বাংলাদেশ ও ভারতের অর্থনীতি বহুক্ষেত্রে পরিপূরক এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে উভয় দেশ অর্থনৈতিক ও শিল্পোন্নয়নের পরিকল্পনা নিতে পারে। তিনি আরো বলেন যে, পারস্পরিক সমঝোতার মাধ্যমে দুই দেশ কতিপয় ক্ষেত্রে প্রতিযোগিতা। নিরসন করতে পারে। এ প্রসঙ্গে তিনি পাটের কথা উল্লেখ করেন।
রেফারেন্স: ২৮ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ