আমলারা সরকারকে অজ্ঞ করে রাখছে
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির বিশিষ্ট নেতা জনাৰ মহিউদ্দিন আহমদ রিলিফ বণ্টনে দুর্নীতি এবং দ্রুত খাদ্য সরবরাহের অব্যবস্থা সম্পর্কে সরকারের নিকট সঠিক তথ্য তুলে না ধরার জন্যে সরকারি কর্মচারীদের পুরানো আমলাতান্ত্রিক মনোভাবকে দায়ী করেছেন। জনাব মহিউদ্দিন আহমদ বাংলাদেশের বিভিন্ন জেলা সফর শেষে ঢাকায় ফিরে গত শনিবার এক। বিবৃতিতে একথা বলেন। দেশের খাদ্য পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, কোনো কোনো অঞ্চলে চালের দাম ৭০ টাকা থেকে ৮০ টাকায় পেীছেছে। খাদ্যাভাবে মানুষ অখাদ্য-কুখাদ্য খেয়ে নানা প্রকার রোগাক্রান্ত হয়ে পড়ছে। তিনি বলেন, বিভিন্ন স্থানে অনাহারে মৃত্যুর খবরও আমি পেয়েছি। ন্যাপনেতা বলেন, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। আধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে প্রকাশ্যে ডাকাতি-রাহাজানি চলছে। তিনি বলেন, এক শ্রেণির উগ্র বামপন্থী ও দক্ষিণপন্থী শক্তি দেশের এ দুর্যোগপূর্ণ পরিস্থিতির সুযোগ নিচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান সাহায্যের নামে বিপুল টাকা বিলিয়ে কতিপয় অপরিচিত রাজনৈতিক নেতাকে হাত করতে সক্ষম হয়েছে এবং মূলতঃ এরা সি আই এ’র খপ্পরে পরেছে বলে তিনি জানান। জনাব আহমদ দেশের ভিতরে ও আন্তর্জাতিক শক্রদের মোকাবিলায় খাদ্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতির মোকাবিলা করার জন্যে ঐক্যবদ্ধ প্রচেষ্টাই একমাত্র পথ বলে মততা প্রকাশ করেছেন। তিনি ভারত-সোভিয়েত রাশিয়াসহ সকল সমাজতান্ত্রিক দেশের কাছে পর্যাপ্ত পরিমাণে খাদ্য সরবরাহের আহ্বান জানিয়েছেন।
রেফারেন্স: ২৭ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ