You dont have javascript enabled! Please enable it! 1972.03.26 | স্বাধীনতার লক্ষ্য সুখী ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গঠন- বঙ্গবন্ধু | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

স্বাধীনতার লক্ষ্য সুখী ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গঠন- বঙ্গবন্ধু

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, একটি সুখী ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ রচনা করাই আমাদের লক্ষ্য। কাজেই আজ আমাদেরকে দেশ পুনর্গঠনের সংগ্রামে অবতীর্ণ হতে হবে। স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে প্রধানমন্ত্রী বলেন, শহীদদের রক্ত ও মায়ের অশ্রু ধারার বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি আজ সেই স্বাধীনতার প্রথম বার্ষিকী । বঙ্গবন্ধু বলেন, বাংলাদেশের স্বাধীনতার জন্যে যারা রক্ত দিয়েছে আজ আমি তাদের স্মরণ করছি। তিনি বলেন, বঞ্চিত ও নির্যাতিত গণমানুষের জন্যেই আজকে স্বাধীনতা দিবস। এই উপলক্ষে আমি আজ (২৬মার্চ) সন্ধ্যায় ৭টা ১০ মিনিটে বাংলাদেশ বেতার ও টেলিভিশন যোগে জাতির উদ্দেশে ভাষণ দেব।

রেফারেন্স: ২৬ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ