You dont have javascript enabled! Please enable it! 1972.03.22 | আনরডের সাথে চুক্তি | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

আনরডের সাথে চুক্তি

জাতিসংঘের সাহায্য সংস্থা ও বাংলাদেশ সরকারের মধ্যে আজ বুধবার একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তি জাতিসংঘের দান হিসেবে প্রদত্ত খাদ্যসামগ্রীর হতে ২২ কোটি টাকার মতো বিক্রি করার অধিকার বাংলাদেশের সরকারের দেয়া হয়েছে। বিক্রয়লব্ধ এই অর্থ ওয়ার্কাস পোগ্রাম ও শ্রম সংক্রান্ত প্রকল্পগুলোতে ব্যয় করতে হবে। বাসস আজ এ খবর পরিবেশন করেছেন। অনরড মিশনের প্রধান টনি হ্যাজেন ও বাংলাদেশ সরকারের পক্ষ হতে খাদ্য ও বেসামরিক সরবরাহ দফতরের সেক্রেটারি জনাব এ এম খান এই চুক্তি স্বাক্ষর করেন। মি. টনি হ্যাজেন বলেন, আগামি ৫ থেকে ৬ মাসের মধ্যে যে সাত লাখ টন খাদ্যশস্য পাঠানো হবে এ চালানটি তারও একটি অংশ। এ ব্যাপারে প্রকাশিত এক হ্যান্ড আউটে বলা হয়েছে যে, তহবিল গঠন সাপেক্ষে সরকার অবিলম্বে পল্লীপূর্ত কর্মসূচি কার্যকরী করণে পাঁচ কোটি টাকা দিতে সম্মত হয়েছে।

রেফারেন্স: ২২ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ