ক্ষুদ্র শিল্প সংস্থা তাঁত শিল্প উন্নয়নের জন্য ১১ কোটি টাকা পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ ক্ষুদ্র শিল্প সংস্থা
দেশের তাঁত শিল্পের উন্নয়ন পুনঃসক্রিয়করণ ও পুনর্বাসনের জন্য ১১ কোটি টাকার একটি ব্যাপক ভিত্তিক কর্মসূচি প্রস্তুত করছে। সংস্থার সূত্রে বলা হয় যে, প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনার মধ্যে নির্ধারিত খুচরা মূল্য তাঁতিদেরকে সুতা সরবরাহের জন্য থানা পর্যায়ে কেন্দ্র স্থাপন মধ্যব্যক্তি ছাড়া তাতিরা যাতে সরাসরি সুতা পায় সে জন্য সুতা পাশ বই পদ্ধতি (রেশন কার্ডের ন্যায় প্রবর্তন) সুতার কারখানার মূল্য নির্ধারণ তদারক কমিটি গঠন এবং অনটগ্রন্থ তাঁতিদের কো-অপারেটিভ সুবিধা দান রয়েছে। সরকার একটি হ্যান্ডলুম উন্নয়নবোর্ড গঠন বিবেচনা করছেন বলে জানা গেছে। যা হোক ক্ষুদ্র শিল্প সংস্থা দুর্দশাগ্রস্থ। তাঁতিদের মধ্যে বিতরণের জন্য ইতোমধ্যে ৩০ লাখ টাকা মঞ্জুর করেছেন। এবং ১২টি কেন্দ্র থেকে এ ঋণ দেয়া হবে।
রেফারেন্স: ২১ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ