দেশের বস্ত্র মিলের চাহিদা মেটানোর জন্যে ৮৮ হাজার বেল তুলা আমদানি করা হবে- সৈয়দ নজরুল ইসলাম
বাংলাদেশের বস্ত্র মিলগুলোর চাহিদা পূরণের জন্য আগামি দুমাসের মধ্যে ভারত, সোভিয়েত ইউনিয়ন, ব্রাজিল হতে ৮৮ হাজার বেল কাচা তুলা আমদানি করা হবে। বাংলাদেশের শিল্প মন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম আজ এ তথ্য প্রকাশ করেছেন বলে বাসস এক খবরে জানিয়েছে। এখান হতে ৮ মাইল দূরে গোদনাইলে লক্ষীনারায়ণ কটন মিলসের পুনরোদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে শিল্পমন্ত্রী একথা জানান। উল্লেখ্য যে, প্রায় ৪ বছর ধরে মিলটি বন্ধ ছিল। প্রস্তাবিত ৮৮ হাজার বেল কাঁচা তুলার মধ্যে চলতি মাসের শেষের দিকে ভারত হতে ২৫ হাজার বেল, সোভিয়েত ইউনিয়ন হতে আগামি এপ্রিল মাসে ৩০ হাজার বেল ও মে মাসের শেষ নাগাদ ব্রাজিল হতে ৩০ হাজার বেল আমদানি করা হবে। তিনি বলেন, দেশের বস্ত্র মিলগুলোর চাহিদা পূরণের জন্যে পর্যাপ্ত পরিমাণ কাঁচা তুলা আমদানি করা হবে। জনাব নজরুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে আরও বলেন যে, প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান শীঘ্র দেশে নয়া শিল্পনীতি ঘোষণা করবেন। এই ঘোষিত শিল্পনীতি দেশে সমাজতান্ত্রিক অর্থনীতি প্রতিষ্ঠা ও একচেটিয়া পুঁজিবাদের উচ্ছেদের সহায়ক হবে। এই সাথে নয়া শ্রমনীতিও ঘোষণা করা হবে বলে মন্ত্রী জানান। তিনি বলেন, সরকারের ভবিষ্যৎ শিল্পনীতি দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠার পথে একটা বলিষ্ঠ পদক্ষেপ হবে। দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে এখানে সাম্রাজ্যবাদী শক্তির দালালরা যে চক্রান্ত করছে সে ব্যাপারে তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান। আমাদের কষ্টার্জিত স্বাধীনতার বিরুদ্ধে এই চক্রের ষড়যন্ত্রের বিরুদ্ধেও তিনি জনগণকে হুঁশিয়ার থাকার জন্য বলেন।
রেফারেন্স: ২০ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ