You dont have javascript enabled! Please enable it! 1966.08.02 | পাকিস্তান এক না থাকলে এই ৬ দফা দাবিগুলি আদায় হয় কি করে? | কারাগারের রােজনামচা - সংগ্রামের নোটবুক

পাকিস্তান এক না থাকলে এই ৬ দফা দাবিগুলি আদায় হয় কি করে?

জনাব আইয়ুব খান সাহেব আজকাল আল্লাহ ও রসুলের নাম নিতে শুরু করেছেন। খুব ভাল কথা। প্রেসিডেন্ট আইয়ুব বলেন, দেশের দুই অংশকে যুক্ত করার সূত্র আমাদের পয়গম্বর হজরত মহম্মদ (দ.)-এর মহান ব্যক্তিত্বেই পরিলক্ষিত হইয়াছে। যতদিন এই যােগসূত্রের অস্তিত্ব থাকবে ততদিন জাতীয় একতা অক্ষুন্ন। থাকিবে। মহান আদর্শের নামে নিশ্চয়ই হজরত মহম্মদ (দ.) দেশের একটা অংশ অন্য অংশকে শােষণ করবে এ কথা বলে যান নাই। তিনি তাে ইনসাফ করতে বলেছিলেন। শােষক ও শােষিতের মধ্যে সংগ্রাম হয়েই থাকে এবং হবেও। শােষকদের কোনাে জাত নাই, ধর্ম নাই। একই ধর্মের বিশ্বাসী লােকদেরও শােষণ করে চলেছে ছলে-বলে-কৌশলে। প্রেসিডেন্ট আজও ছয়-দফা দাবির উপর ইঙ্গিত দিয়েছেন। জনাব সবুর খান তাে প্রকাশ্যভাবেই বলে চলেছেন, পাকিস্তানকে দুই ভাগ করার অভিসন্ধি নাকি ৬ দফার মধ্যে আছে? কোথায় পেলেন? কিভাবে পেলেন? পাকিস্তান এক না থাকলে এই দাবিগুলি আদায় হয় কি করে? এই সমস্ত কথা বলে আর মানুষকে ধোঁকা দেওয়া চলবে না। জনগণ বুঝতে শিখেছে।

কারাগারের রােজনামচা, ০২ আগস্ট ১৯৬৬