You dont have javascript enabled! Please enable it! 1972.03.17 | আজ বঙ্গবন্ধুর ৫৩ তম জন্মবার্ষিকী | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

আজ বঙ্গবন্ধুর ৫৩ তম জন্মবার্ষিকী

আজ শুক্রবার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫৩ তম জন্মবার্ষিকী। এতদিন এ জন্মদিন বাংলায় পালিত হয়েছে সীমিতভাবে। আর এ জন্মদিনের ব্যাপ্তি অসীমে বাংলার ঘরে ঘরে। বাংলার সাড়ে সাত কোটি মানুষ আজকের এদিনে তাদের প্রিয় নেতা মুক্তি দূত বঙ্গবন্ধুর জন্মদিন পালন করবে। তার দীর্ঘায়ু আর সুস্বাস্থ্য কামনা করবে। মসজিদ-মন্দির-গীর্জা আর প্যাগোডায় প্রার্থনা করবে হৃদয়ের কোমল শেখ মুজিবের সর্বাঙ্গীন কল্যাণের জন্য। বিজয় আর সাফল্যের রক্ততিলক পরিয়ে দেবে তাকে। আজ স্বাধীন দেশের একটি স্বাধীন জাতির পিতার জন্মদিবস। গেল বছর এ দিনে বঙ্গবন্ধুর জন্মদিবস পালিত হয়েছে। কিন্তু সেদিন আত্মদানের তাণ্ডবনৃত্য আর নাগিনীদের বিষাক্ত নিঃশ্বাসে বাংলার সবুজ প্রান্তর ছিল বেসামাল। আজ মুক্ত স্বাধীন বাংলার প্রান্তরে একটি নবজীবনের শুভ কামনায় মুখরিত নাগরিক। অনাগতদিনের মঙ্গল কামনায় মুখরিত জনগণ। গত ১৭ মার্চ বঙ্গবন্ধু নিজেকে উৎসর্গ করেছিলেন জনগণের মুক্তির জন্যে। বাংলার স্বাধীনতার জন্য। এবাৱেৱ জন্মদিনে তিনি তাঁর অনাগত দিনগুলোকেই বাংলার মানুষের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির জন্যেই উৎসর্গ করেছেন। ত্যাগ আর সংগ্রামের মহামন্ত্রে দীক্ষিত মহামানব তোমারই হোক জয়।

রেফারেন্স: ১৭ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ