You dont have javascript enabled! Please enable it! 1972.03.15 | বাংলাদেশকে সাহায্যের জন্য ভারত যথাসাধ্য করবে- ইন্দিরা গান্ধী | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

বাংলাদেশকে সাহায্যের জন্য ভারত যথাসাধ্য করবে- ইন্দিরা গান্ধী

নয়াদিল্লি। বাংলাদেশকে সাহায্যের জন্যে ভারত তার যথাসাধ্য করবে বলে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী আজ নিশ্চয়তা দান করেন। দুদিনের জন্যে ঢাকা সফরে যাওয়ার মুখে এক বিশেষ সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী উপরোক্ত নিশ্চয়তা দান করেন বলে বাসস এর বিশেষ সংবাদদাতার খবরে প্রকাশ। তার ঢাকা সফর কালে বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতা সম্পর্কে আলাপ আলোচনা বাস্তবে পরিণত হবে কিনা প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রী এটা বলা শক্ত বলে মত প্রকাশ করে বলেন যে, তবে আশা আছে এবং এ ব্যাপারে বাংলাদেশকে পরিকল্পনা তৈরি করতে হবে। ভারতের পক্ষ থেকে ভারত যথাসাধ্য সাহায্য করে যাবে। বাংলাদেশ সফর সম্পর্কে বলতে যেয়ে তিনি বলেন বাংলাদেশের নেতার সাথে আলাপ করতে গেলেও বাংলাদেশের মানুষকে ভারতের জনসাধারণের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপনও একটা লক্ষ্য রয়েছে।

রেফারেন্স: ১৫ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ