You dont have javascript enabled! Please enable it! 1972.03.14 | দুস্কৃতিকারীদের খুঁজে বের করো- বঙ্গবন্ধু | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

দুস্কৃতিকারীদের খুঁজে বের করো- বঙ্গবন্ধু

ঢাকা। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ বলেন যে, এক শ্রেণির লোক রয়েছে যারা বাংলাদেশ অথবা তাকে (বঙ্গবন্ধুকে) ভালোবাসে না। তারা নিজেদের সরকার গঠন করতে চেয়েছিল। তারা এখনও পর্যন্ত অস্ত্র জমা দেয়নি। এসব দুষ্কৃতিকারী এখন গ্রামাঞ্চলে ও অন্যান্য কোনো কোনো এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে বেড়াচ্ছে। এসব ব্যক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বঙ্গবন্ধু বলেন যে, বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যেখানে জনগণ তাকে ভালোবাসে না। সুতরাং জনগণ এই দুষ্কৃতকারীদের খুঁজে বের করবে এবং শাস্তি দেবে। বঙ্গবন্ধু জনগণের সহায়তায় দেশের প্রত্যেক প্রান্ত থেকে দুষ্কৃতকারীদের খুঁজে বের করার জন্য আওয়ামী লীগ স্বেচ্ছাসেবকদের প্রতি নির্দেশ দিয়ে বলেন যে, তিনি এইসব ব্যক্তিকে শাস্তি দানের জন্য সরকারি ক্ষমতা অথবা পুলিশবাহিনী ব্যবহার করতে চান না। শহীদ সোহরাওয়ার্দী ময়দানে আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক বাহিনীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন যে, এক শ্রেণির লোক জনগণের মনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। কোনো ব্যক্তির নাম উল্লেখ না করে বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে শেখ মুজিব বলেন যে, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও জোট নিরপেক্ষতা জাতির এই সুস্পষ্ট ৪টি আদর্শ সম্পূর্ণরূপে কোনো রকম প্রশ্নের ঊর্ধ্বে। বঙ্গবন্ধু ঘোষণা করেন যে, আমরা সশস্ত্র প্রস্তুতি ব্যতিরেকেই যদি পাকিস্তানি সামরিকবাহিনীকে উৎখাত করে থাকতে পারি তবে এসব ব্যক্তিকে মোকাবেলা করা মোটেই কঠিন হবে না। তিনি এসব শক্তিকে মোকাবেলা করার ব্যাপারে তাঁর প্রতি জনগণের সমর্থনের ওপর বিশেষভাবে নির্ভর করেন।

রেফারেন্স: ১৪ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ