শীঘ্রই মালয়েশিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন
ঢাকা। মালয়েশিয়া ও বাংলাদেশ যথা শীঘ্র সম্ভব কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে সম্মত হয়েছে। মালয়েশিয়ার মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদলের সফর শেষে আজ প্রকাশিত এক বিবৃতিতে আরও বলা হয় যে, ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করার উদ্দেশ্যে দুটি দেশের প্রতিনিধিদের সকল পর্যায়ে নিয়মিত সফর বিনিময় হওয়া উচিত। দুটি দেশ সকল সম্ভাব্য ক্ষেত্রে দ্বিপাক্ষিক ভিত্তিতে পারস্পরিক সহযোগিতায় সম্মত হয়েছে। এ প্রসঙ্গে বাণিজ্য, সাংস্কৃতিক শিক্ষা ও কারিগরি ক্ষেত্রে সহযোগিতার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়। মালয়েশীয় প্রতিনিধি দলের সাথে পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ পাকিস্তানস্থ বাঙালিদের নিরাপদ স্বদেশে প্রত্যাবর্তনের বিষয় আলোচনা করেছেন। মালয়েশিয়ার জাতীয় ও গ্রাম উন্নয়ন দফতরের মন্ত্রী জনাব আবদুল গফফার বাবরের নেতৃত্বে বাংলাদেশ সরকারের আমন্ত্রণক্রমে প্রতিনিধিদল সফরকালে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী এবং অন্যান্য সরকারি নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন। প্রতিনিধিদল জানান যে, বাংলাদেশের সরকার ও জনগণকে মালয়েশিয়ার সরকার ও জনগণের সহানুভূতি ও শুভেচ্ছার বাণী পৌছে দেয়াই তাঁদের এই সফরের প্রধান উদ্দেশ্য। তারা বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশকে মালয়েশিয়ার ৫ লাখ ডলার দানের কথা উল্লেখ করেন। এখানে উল্লেখযোগ্য যে, বাংলাদেশকে স্বীকৃতিদানকারীদের মধ্যে মালয়েশিয়া প্রথম মুসলিম দেশ।
রেফারেন্স: ১৪ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ