বাংলাদেশ যে কোনো সামরিক চুক্তির বিরোধী- তাজউদ্দিন আহমদ
বাংলাদেশের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ যেকোনো সামরিক চুক্তির বিরোধী। শনিবার বিকেলে ইসলামী একাডেমি মিলনায়তনে আফ্রো-এশীয়া সংহতি কমিটি আঞ্চলিক শাখা আয়োজিত সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, যেসব জাতির পরস্পরের সাথে যুদ্ধ বাধিয়ে অস্ত্র বিক্রয় ব্যবসা চালায় তাদের প্ররোচণায় বাংলাদেশ আর পড়বে না। বাংলাদেশের জনগণ শান্তি ও সমৃদ্ধি চায়। বিশ্ব শান্তি ও উন্নয়নে বাংলাদেশ উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। জনাব মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বক্তৃতা করেন গণপরিষদের সদস্য মোল্লা জালাল উদ্দিন আহমেদ এবং প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক জনাব আলী আকসাদ। অর্থমন্ত্রী তার সংক্ষিপ্ত ভাষণে সাম্রাজ্যবাদী চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ থেকে উপনিবেশবাদ ও সামন্তবাদ উত্খাত করার জন্যে জনগণকে আহ্বান জানান। তিনি জনগণকে বহু কষ্টে অর্জিত স্বাধীনতাকে একটি সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্টা করার সংগ্রামে আত্মনিয়োগ করতে বলেন। তিনি বলেন, বাংলার জনগণ বহু ত্যাগের বিনিময়ে তাদের স্বাধীনতা অর্জন করেছেন।সুতরাং বিশ্বের সকল নীপিড়িত জনগণের মুক্তিসংগ্রামে বাঙালিদের সর্বাত্মক সহানুভূতি ও সমর্থন থাকবে।
রেফারেন্স: ১০ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ