রাশিয়া বন্যা নিয়ন্ত্রণে সাহায্য করবে
পররাষ্ট্রমন্ত্রী জনাব আব্দুস সামাদ আজাদ মঙ্গলবার প্রকাশ করেন যে, সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের বন্যা নিয়ন্ত্রণ পরিকল্পনায় সাহায্য করবে। তিনি মন্তব্য করেন যে, বঙ্গবন্ধুর রাশিয়া সফরের ফলে দু’দেশের সম্পর্কের ক্ষেত্রে এক নয়া অধ্যায়ের সূচনা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী তার দফতরে এক সাংবাদিক সম্মেলনে সোভিয়েত ইউনিয়ন সফরের ফলশ্রুতি ব্যাখ্যা করছিলেন। পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ করেন যে, রাশিয়া সফরকালে বঙ্গবন্ধুকে শুধু প্রধানমন্ত্রী হিসেবে নয়, বিপ্লবের প্রতীক হিসেবে সর্বত্র সর্বোচ্চ সম্মান দেয়া হয়েছে। জনাব আজাদ বলেন যে, বঙ্গবন্ধুর রাশিয়া সফরকালে সেখানকার নেতাদের সাথে অত্যন্ত আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে এবং সে আলোচনাও হয়েছে অত্যন্ত সফল। তিনি বলেন যে, সোভিয়েত ইউনিয়নের সাথে আমাদের সম্পর্ক নীতির ওপর প্রতিষ্ঠিত। সুতরাং এ সম্পর্ক যে স্থায়ী হবে তাতে সন্দেহ নেই। তিনি জানান যে, আলোচনার সময় দ্বিপক্ষীয় ব্যাপারে ব্যাপক মতৈক্যই শুধু প্রতিষ্ঠিত হয়নি, আন্তর্জাতিক সমস্যার বিশ্লেষণও দু’দেশের মতামত একইভাবেই প্রকাশ হয়েছে। তিনি বলেন যে, আমরা আমাদের এ সম্পর্ক আরও গভীর করার দৃঢ় আস্থা পোষণ করতে পারি। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান যে, বঙ্গবন্ধুর সফরকালে বাংলাদেশের বন্যা নিয়ন্ত্রণের প্রশ্নটিও গুরুত্ব সহকারে আলোচিত হয়েছে এবং রাশিয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে সাহায্য দান করতে স্বীকৃত হয়েছে। তবে তিনি জানান যে, সাহায্য পাওয়ার আগে আমাদের সামগ্রিক পরিকল্পনা নিয়ে মিত্র রাষ্ট্র ভারতের সাথে আলাপ করতে হবে। কেননা সবকটি নদীর উৎসই ভারতে। তিনি প্রকাশ করেন যে, ইতোমধ্যেই ভারতের সাথে এ ব্যাপারে আলোচনা শুরু হয়েছে। বাসস এর পরিবেশিত খবরে বলা হয় যে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জনাব আবদুস সামাদ আজাদ আজ বলেন যে, সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশে চালু প্রকল্পের জন্যে ৩ কোটি ৮০ লক্ষ রুবল সাহায্য দানে সম্মত হয়েছে। আজ অপরাহ্নে এক সাংবাদিক সম্মেলনে তিনি প্রসঙ্গতঃ বলেন যে, উক্ত অর্থের সুদের হার শতকরা দু ভাগ হবে। তিনি বলেন, সোভিয়েত ইউনিয়ন ও বাংলাদেশ এ ব্যাপারে সম্মত হয়েছে যে, সাবেক পাকিস্তানে সোভিয়েত ঋণের অংশ এই অঞ্চলে বিনিয়োগ করা হয়েছে, বাংলাদেশ কেবলমাত্র সেটাই পরিশোধ করবে। তিনি আরো বলেন, সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে আরো ৫০ লক্ষ রুবলের দ্রব্যসামগ্রীও সরবরাহ করবে। এছাড়া তারা আমাদেরকে এক হাজার টন ক্ষমতাসম্পন্ন দুটি জাহাজ, দশটি ট্রলার ও ভ্রাম্যমান ওয়ার্কশপসহ পঞ্চাশটি রেল ইঞ্জিন ত্রিশ হাজার টন চাউল ও পাঁচ হাজার টন ভোজ্য তৈলদেবে। জনাব আবদুস সামাদ বলেন যে, যুদ্ধ বিদ্ধস্ত অর্থনীতির পুনর্গঠনের জন্যে সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে ব্যাপক হারে সাহায্য দানের প্রতিশ্রুতি দিয়েছে।
রেফারেন্স: ৭ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ