বাংলাদেশ ভারত চুক্তি স্বাক্ষরিত চারটি প্রধান রেলসেতু চার মাসে মেরামত হবে
বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তি মোতাবেক ভারত বাংলাদেশের চারটি প্রধান রেলসেতু আগামি চার মাসের মধ্যে মেরামত সমাপ্ত করবে। যোগাযোগমন্ত্রী জনাব মনসুর আলী অপরাহ্নে ঢাকায় ভারতীয় রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতের পর এ তথ্য প্রকাশ করেন। চেয়ারম্যানের নেতৃত্বে ভারতীয় রেলের সাত সদস্যের একটি দল মন্ত্রী মহোদয়ের সঙ্গে একঘণ্টা আলাপ করেন এবং সেতু মেরামতের পরিকল্পনাটি চূড়ান্ত করেন। এটা বাস্তবায়িত করতে মোট ১০ কোটি টাকা ব্যয় হবে এবং ভারতই এ টাকা দেবে। বর্তমান ব্যবস্থাপনা মোতাবেক ভারতের রেল কর্তৃপক্ষ হার্ডিঞ্জ ব্রিজ, ভৈরব, তিস্তা এবং পুরানো ব্ৰহ্মপুত্র ব্রিজ মেরামত করবে। মুক্তিযুদ্ধ চলাকালে বর্বর পাকিস্তানবাহিনী উপরোক্ত ব্রিজগুলোর সংঘাতিকভাবে ক্ষতিসাধন করে। জনাব মনুসর আলী বলেন যে, এ রেলসেতুগুলোর মেরামত সমাপ্ত হলে দেশের রেল যোগাযোগ প্রভূত উন্নত হবে। ভারতের রেল কর্তৃপক্ষ আগামি এক মাসের মধ্যে রাজশাহীর সঙ্গে মালদহের রেল যোগাযোগ সম্পন্ন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেন, ভারত আমাদেরকে ওয়াগন, ফেরি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র আমাদের দেশের রেল যোগাযোগ উন্নত করতে সাহায্য করবে।
রেফারেন্স: ৭ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ