ভারতীয় সৈন্য চলে গেলে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেবে
ওয়াশিংটন। বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহারের পর মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেবে। পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম রজার্স এ ইঙ্গিত দেন। সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে মি. রজার্স বলেন যে, বাংলাদেশের পুনর্গঠনে সাহায্য দিতে মার্কিন যুক্তরাষ্ট্র আগ্রহী। তিনি বলেন, বাংলাদেশের স্বীকৃতির প্রশ্ন আমরা সক্রিয়ভাবে বিবেচনা করছি। আমরা ঐ দেশকে বাংলাদেশ বলছি এবং স্বীকৃতি দানের সিদ্ধান্ত সম্পর্কে বিভিন্ন বিষয় বিবেচনা করছি। এর মধ্যে বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনীর অবস্থান অন্যতম। প্রকাশ, চারজন মার্কিন সিনেটর আজ বাংলাদেশকে স্বীকৃতি দানের আহ্বান জানিয়েছেন। এরা হচ্ছেন সিনেটর কেনেডি, এডলাইষ্টি ভেনসন, আর্ণেষ্ট হলিংস এবং রিপাবলিকান দলের সিনেটর উইলিয়াম বি সেক্সবি। সিনেটর কেনেডী এ অভিযোগ করেন, দক্ষিণ এশিয়ায় মার্কিন নীতি এখনও লজ্জাকর। বাংলাদেশ সম্পর্কে মার্কিন সরকারের মনোভাব অবাস্তব। তিনি বলেন, বাংলাদেশকে মার্কিন স্বীকৃতি বহুবিধ সমস্যার সমাধান করবে। ৯০ লক্ষ শরণার্থীর স্বদেশ প্রত্যাবর্তন সহ নয়া জাতি যেসব মানবিক সমস্যার সম্মুখীন হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে সে সমস্যাদি সমাধানে ভূমিকা পালন করতে পারে।
রেফারেন্স: ৮ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ