You dont have javascript enabled! Please enable it! 1972.03.06 | উজবেকিস্তানে শেখ মুজিব | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

উজবেকিস্তানে শেখ মুজিব

তাসখন্দ। বাংলাদেশের জনগণের মুক্তি সংগ্রামে সাহায্য করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সোভিয়েত সরকার ও সোভিয়েত ইউনিয়নের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিশেষ জোরের সাথে বলেন যে, রাশিয়ার সমাজতন্ত্রী বিপ্লবে অক্টোবর মাসের সাফল্যই বাংলাদেশের জনগণকে মুক্তি সংগ্রামে উদ্বুদ্ধ করে। তিনি বলেন যে, মহান অক্টোবরের দৃষ্টান্তই বাংলাদেশের মানুষকে তাদের উদ্বেগজনক সংগ্রামে উৎসাহিত করেছিল, আর তার ফলে বাংলাদেশের জনগণ প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে বিরাট জয়লাভ করে। তিনি বলেন যে, বাংলাদেশের মানুষ প্রতিবেশী ভারত তথা শ্রীমতি ইন্দিরা গান্ধীর কাছ থেকে অমূল্য সাহায্য পেলেও, সোভিয়েত ইউনিয়নের মতো মহা শক্তিশালী কেউ না থাকলে এমন সম্ভব হতো না। সরকারিভাবে সোভিয়েত ইউনিয়ন সফরে এসে শেখ মুজিবুর রহমান আজ উজবেকিস্তানে চিত্তাকর্ষকস্থানসমূহ পরিদর্শন করেন।

রেফারেন্স: ৬ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ