You dont have javascript enabled! Please enable it! 1972.03.05 | ভারত থেকে প্রতিদিন গড়ে ৪ হাজার টন খাদ্য আসছে | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

ভারত থেকে প্রতিদিন গড়ে ৪ হাজার টন খাদ্য আসছে

বাংলাদেশের বিভিন্ন সরকারি খাদ্য গুদামে ১১ লক্ষ ৪৫ মণ চাউল এবং ৬ লক্ষ ৪৭ হাজার ৫০ মণ গম মজুদ আছে। নির্ভরযোগ্য সূত্রে আরও জানা গেছে যে, চট্টগ্রামের সাইলোতে ৭৪ হাজার ৯ শত ৫২ মণ গম ও নারায়ণগঞ্জের সাইলোতে ৬ হাজার ৮শত ৩১ মণ গম মজুদ রয়েছে। প্রসঙ্গতঃ উল্লেখযোগ্য গত ২৬ ফেব্রুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী শ্রী ফনিভূষণ মজুমদার একটি বিশেষ সাক্ষাতকারে জানিয়ে ছিলেন, চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত খাদ্যশস্যের চাহিদা পূরণের জন্য বিভিন্ন বন্ধু রাষ্ট্র হতে ২৮ লক্ষ টন খাদ্যশস্য আমদানি করার প্রয়োজন হবে। মন্ত্রী মহোদয় আরো জানান যে, ভারত সরকার ৫ লক্ষ টন খাদ্যশস্য বাংলাদেশে সরবরাহ করতে সম্মত হয়েছেন এবং সে অনুযায়ী ভারত সরকার প্রতিদিনই গড়ে ৪ হাজার টন করে খাদ্যশস্য বাংলাদেশে পাঠাচ্ছে। এছাড়া খাদ্যশস্যের চাহিদা পূরণের জন্য সোভিয়েত ইউনিয়ন, বার্মা, জাপান, সুইজারল্যান্ডসহ বিভিন্ন বন্ধুরাষ্ট্র হতে খাদ্যশস্য আমদানি করা হচ্ছে।

রেফারেন্স: ৫ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ