You dont have javascript enabled! Please enable it! 1972.03.05 | বঙ্গবন্ধু আজ ঢাকা পৌছাবেন | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

বঙ্গবন্ধু আজ ঢাকা পৌছাবেন

তাসখন্দ। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ প্রতিনিধিদলের অন্যান্য সদস্য সোভিয়েত ইউনিয়নে এক ঐতিহাসিক ও সাফল্যজনক সফর শেষে আজ রাত ১০টায় স্বদেশের পথে তাসখন্দ ত্যাগ করেছেন। বঙ্গবন্ধুর বিমান আগামিকাল বাংলাদেশ সময় বেলা ২-৩০ টায় ঢাকা পৌছাবে। সোভিয়েত ইউনিয়ন সফরকালে বঙ্গবন্ধু সোভিয়েত প্রধানমন্ত্রী আলেক্সী কোসিগীন, প্রেসিডেন্ট পোদগর্নী এবং পাটি প্রধান লিওনদী ব্রেজনেভের সাথে কয়েকদফা বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে মস্কোতে সোভিয়েত প্রধানমন্ত্রীর সাথে এক যুক্ত ঘোষণায় তিনি স্বাক্ষর করেন। এই ঘোষণা দুদেশের মধ্যে স্থায়ী বন্ধুত্ব এবং অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ফলপ্রসূ সহযোগিতার ভিত্তি। সোভিয়েত কৃষিমন্ত্রী মি. ব্লাদিমির মাটসকেভিট ও অন্যান্য উচ্চপদস্থ সোভিয়েত কর্মকর্তা বিমানবন্দরে তাকে বিদায় সম্ভাষণ জানান। বোম্বাই হয়ে আজ রাত আড়াইটায় প্রধানমন্ত্রী ঢাকা পৌঁছাবেন।

রেফারেন্স: ৫ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ