মুজিবের প্রতি ভাসানীর সতর্কবাণী
মওলানা আবদুল হামিদ খান ভাসানী বঙ্গবন্ধু শেখ মুজিবকে ‘আগামি দিনগুলিতে পুরাপুরি দুর্ভিক্ষ’ দেখা দেবার আশঙ্কা সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। এ সম্পর্কে বঙ্গবন্ধুর কাছে এক তারবার্তা তিনি সন্তোষ থেকে পাঠিয়েছেন। তাতে তিনি বলেছেন, গ্রামে ধানচাল আর নিত্যব্যবহার্য মালের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এক চালই বিক্রি হচ্ছে ৬০ টাকা মণ দর। অথচ এই তুলনায় প্রতি ১ হাজার ফুট মাটি কেটে শ্রমিকরা টেষ্ট রিলিফে মাত্র ১৫ টাকা করে পাচ্ছে। তদুপরি তথাকথিত স্বেচ্ছাসেবকেরা মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। মওলানা এসব সমাজবিরোধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন।
রেফারেন্স: ৪ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ