১ শত বিঘার অতিরিক্ত জমি অবিলম্বে ভূমিহীনদের মধ্যে বণ্টন করা হবে
খুলনা। স্বাধীনতা দিবসে সমস্ত দলের যৌথ উদ্যেগে এক বিরাট জনসভায় ভাষণদানকালে কৃষিমন্ত্রী বলেন, সরকার ১ শত বিঘার অতিরিক্ত জমি অনতিবিলম্বে ভূমিহীন ও গরিব কৃষকদের মধ্যে বণ্টন করে দিবেন। ইতোপূর্বে সরকার পরিবার প্রতি ১শত বিঘার বেশি সম্পত্তি রাখতে পারবে না বলে আদেশ জারি করছেন। তিনি আরও বলেন যে, আধুনিক পদ্ধতিতে এবং একত্রীকরণের মাধ্যমে চাষাবাদের সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শহীদের রক্ত যাতে বৃথা না যায় তার জন্য তিনি সমাজের সকল স্তরের লোকজন দেশের পুনর্গঠন ও শান্তি-শৃঙ্খলা রক্ষার কাজে এগিয়ে আসার আহ্বান জানান। শেখ আবদুল আজিজ বলেন যে, এই দেশে আর কোনো রূপ শোষণ করতে দেয়া হবে না। তিনি শোষণহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলার এবং দেশের স্বাধীনতা নস্যাৎকারী দুস্কৃতিকারীদেরকে ধরিয়ে দেয়ার জন্য জনসাধারণকে সরকারের সাথে সহযোগিতা করার অনুরোধ জানান। সভায় জনাব আল হাফিজ সভাপতিত্ব করেন। স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বুদ্ধিজীবীগণ শহীদের আত্মার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে সভায় বক্তৃতা করেন। কৃষিমন্ত্রী শেখ আবদুল আজিজ অপর আর একটি সভায় স্থানীয় শ্রমিকদেরকে বর্তমান চাহিদা পূরণের জন্য অতিরিক্ত দ্রব্য উৎপাদনের আহ্বান জানান। তিনি উল্লেখ করেন যে, বর্বর হানাদারবাহিনী দেশের সমস্ত মিল-কারখানা ধ্বংস করে দিয়েছে। কৃষিমন্ত্রী বলেন, বর্তমান বিপ্লবী সরকার কৃষক, শ্রমিক, ছাত্র ও মধ্যবিত্তের উন্নতির জন্য যথাযথ কাজ করে যাবে।
রেফারেন্স: ২৭ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ