You dont have javascript enabled! Please enable it! 1972.03.02 | সোভিয়েত ইউনিয়ন এবং বাংলাদেশ ৪ কোটি ৮০ লক্ষ রুবলের এক চুক্তি স্বাক্ষর করেছে | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

প্রায় ৪ কোটি রুবলের চুক্তি স্বাক্ষর

মস্কো। সোভিয়েত ইউনিয়ন এবং বাংলাদেশ আজ ৪ কোটি ৮০ লক্ষ রুবলের এক চুক্তি স্বাক্ষর করেছে। এই অর্থ বাংলাদেশে নির্মীয়মাণ নির্মীয়মাণ প্রজেক্টগুলোর জন্য ব্যবহৃত হবে। প্রকৃতপক্ষে এই চুক্তির অধীনে যে ৪টি প্রজেক্ট আসবে সেগুলো হচ্ছে ঘোড়াশাল বিজলি প্রকল্প, চট্টগ্রামের বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদন প্রকল্প, বেতার ট্রান্সমিটার এবং তৈল ও গ্যাস অনুসন্ধান প্রকল্প। আজকের চুক্তিতে পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান ড. নুরুল ইসলাম এবং সোভিয়েত মন্ত্রী মিঃ স্বাচকভ নিজ নিজ দেশের পক্ষ থেকে স্বাক্ষর দেন। এদিকে বাংলাদেশের অন্যান্য সাহায্য চাহিদা সম্পর্কে অপর একটি চুক্তি সম্পাদনের জন্য মস্কোয় আলোচনা চলছে। এটাতেও কয়েক কোটি রুবল পাওয়া যাবে।

রেফারেন্স: ২ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ