You dont have javascript enabled! Please enable it! 1972.03.01 | রাষ্ট্রপতির আদেশ জারি, স্থানীয় স্বায়ত্তশাসির পরিষদসমূহ বাতিল | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

রাষ্ট্রপতির আদেশ জারি, স্থানীয় স্বায়ত্তশাসির পরিষদসমূহ বাতিল

রাষ্ট্রপতি ১৯৭২ সালের বাংলাদেশ লোকাল কাউন্সিল ও মিউনিসিপাল কমিটি (বিলোপ ও প্রশাসন) (সংশোধনী) আদেশ জারি করেছেন। ১৯৭২ সালের ২ জানুয়ারী থেকেই এই আদেশ কার্যকরী হিসেবে গণ্য করা হবে। এই আদেশের আওতায় বাংলাদেশের সব লোকাল কাউন্সিল ও মিউনিসিপাল কমিটি বাতিল এবং চেয়ারম্যান, ভাইস চায়ারম্যান, সদস্য ও প্রশাসকদের কাজে যোগদান থেকে বিরত থাকতে বলা হয়েছে। এই আদেশ বলে ইউনিয়ন কাউন্সিলের নাম পরিবর্তন করে ইউনিয়ন পঞ্চায়েত ইউনিয়ন, টাউন কমিটির নাম শহর কমিটি, থানা কাউন্সিলের নাম থানা উন্নয়ন কমিটি, জেলা কাউন্সিলের নাম জেলা বোর্ড এবং মিউনিসিপাল কমিটর নাম পৌরসভা রাখা হয়েছে। এইসব কমিটির বর্তমান কাজ পরিচালনার জন্য বিভিন্ন পর্যায়ে মহকুমা হাকিম, জেলা প্রশাসক ও সরকারের ওপর কমিটি নিয়োগের দায়ত্ব দেয়া হয়েছে।৫

রেফারেন্স: ১ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ