মস্কোতে ভোজসভায় প্রধানমন্ত্রী কোসিগিনের বক্তৃতা
মস্কো। সোভিয়েত প্রধানমন্ত্রী মি. কোসিগিন এই আস্থা প্রকাশ করেন যে, বাংলাদেশ ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সহযোগিতা ফলপ্রসু হতে চলেছে এবং তাতে দুদেশের জাতীয় স্বার্থ পূরণ হবে। তিনি বলেন, আজকের আলোচনার ফলশ্রুতিতে এই আস্থা বৃদ্ধি পেয়েছে। মি. কোসিগিন এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সম্মানার্থে আয়োজিত ভোজসভায় ভাষণ দিচ্ছিলেন। এই ভোজসভায় বঙ্গবন্ধুর সঙ্গীরা এবং সোভিয়েত পক্ষ থেকে লিওনিদ রেজনেভও যোগদান করেন। তিনি প্রসঙ্গতঃ বলেন যে, সোভিয়েত ইউনিয়ন পূর্ণ সমতা, সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি পারষ্পরিক সম্মান এবং কোন দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার নীতির ভিত্তিতে বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপন করবে। মি. কোসিগিন বলেন, নতুন এ জাতির এগিয়ে যাবার প্রবণতা একটি নবতর সমাজ গঠনের স্পষ্ট ইঙ্গিত বহন করে। তিনি আরো বলেন, স্বাধীন ও সার্বভৌম জাতি হিসেবে বাংলাদেশের আবির্ভাবের সাথে স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলার পথকেও সহজতর করবে। তিনি আরো বলেন যে, অনাগত ভবিষ্যতে বাংলাদেশ সরকারের নীতি উপমহাদেশের উত্তেজনা হ্রাসেও সহায়তা করবে। মি. কোসিগিন শেখ সাহেবকে আশ্বাস দিয়ে বলেন, আপনাদের দেশ গড়ার সংগ্রামে আপনারা একা নন, আমরা আপনাদের সাথে রয়েভছি। তিনি বলেন, বাংলাদেশের সাথে সোভিয়েত ইউনিয়ন, সমাজতান্ত্রিক শিবিরভুক্ত দেশ, প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারতসহ বিশ্বের সকল শান্তিকামী দেশ রয়েছে যারা বাংলাদেশের সর্বপ্রকার সাফল্য কামনা করে। মি. কোসিগিন বলেন, স্বাধীনতার এই প্রথম মাসগুলোতে আপনি আমাদের দেশ সফর করতে আসায় আমরা খুবই আনন্দিত। তিনি আশা প্রকাশ করেন যে, এ সফর দু’দেশের মধ্যে সহযোগিতার একটা নতুন পথ খুলে দেবে, যা চিরদিন অটুট থাকবে।৮
রেফারেন্স: ১ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ