You dont have javascript enabled! Please enable it! 1966.04.19 | শেখ মুজিববের জেলজুলুম | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

শেখ মুজিববের জেলজুলুম

খুলনা, ১৭ এপ্রিল ১৯৬৬। আজ স্থানীয় মিউনিসিপ্যাল পার্কে এক বিরাট জনসমাবেশে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবর রহমান বিপুল হর্ষধ্বনি ও করতালির মধ্যে ঘােষণা করেন, জেল আমরা বহুবার দেখিয়াছি, বুলেটের আঘাতও পরীক্ষা করিয়া দেখিতে প্রস্তুত। আঘাত যতই প্রচণ্ড হইবে, আমাদের সংগ্রাম ততই জোরদার হইবে, আপসহীনভাবে চলিতেই থাকিবে।
শেখ সাহেব বলেন যে, সরকার ছয়-দফার উদ্যোক্তাদের ব্যাপকভাবে গ্রেপ্তারের জন্য প্রস্তুতি নিতেছেন। তাই, এক্ষণে জনসাধারণকেই সমস্যা অনুধাবন করিতে এবং ঐক্যবদ্ধ হইতে হইবে। তিনি আরও বলেন যে, ছয়-দফা জনসাধারণেরই কর্মসূচি এবং ইহা বাস্তবায়নের জন্য জনসাধারণকেই আগাইয়া আসিতে হইবে।
শেখ মুজিব বলেন, হিন্দু ও ব্রিটিশ সাম্রাজ্যবাদের যাতাকলে উপমহাদেশের দশ কোটি মুসলমান বিলুপ্ত হওয়ার উপক্রম হইলেই পাকিস্তানের দাবি উত্থাপিত হয় এবং মুসলমানরা পাকিস্তান কায়েম করে। আজ সাড়ে পাঁচ কোটি পূর্ব পাকিস্তানিকেও রাজনৈতিক ও অর্থনৈতিক অস্তিত্ব রক্ষার জন্য ছয়-দফা আদায় করিতে হইবে। (খুলনায় সভা)

দৈনিক ইত্তেফাক, ১৯ এপ্রিল ১৯৬৬