You dont have javascript enabled! Please enable it! 1966.04.12 | দিনাজপুরের জনসভায় শেখ মুজিব স্বতন্ত্র অর্থনীতি ও আঞ্চলিক স্বায়ত্তশাসন দাবী | দৈনিক পাকিস্তান - সংগ্রামের নোটবুক

দিনাজপুরের জনসভায় শেখ মুজিব
স্বতন্ত্র অর্থনীতি ও আঞ্চলিক স্বায়ত্তশাসন দাবী

(নিজস্ব সংবাদদাতা প্রেরিত)
দিনাজপুর, ১০ই এপ্রিল।–পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবর রহমান অদ্য এখানে অনুষ্ঠিত এক বিরাট জনসভায় দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবী জানান।
তিনি বলেন, পূর্ব পাকিস্তানের জনসাধারণ জাত সাঁতারু। কারণ, পূর্ব পাকিস্ত নি নদীমাতৃক দেশ। কিন্তু পশ্চিম পাকিস্তানের জনসাধারণকে সুইমিং পুলে সাঁতার শিখতে হয়। তিনি তাই দেশের নৌবাহিনীর সদর দফতর পূর্ব পাকিস্তানে স্থানান্তর করার দাবী জানান।
স্থায়ী ছয়-দফার ব্যাখ্যা প্রসঙ্গে তিনি কেন্দ্রের হাতে শুধুমাত্র প্রতিরক্ষা ও বৈদেশিক নীতি রাখিয়া অন্যান্য সকল বিষয় প্রদেশের হাতে ছাড়িয়া দেওয়ার আহ্বান জানান।
দৈনিক পাকিস্তান, ১২ এপ্রিল ১৯৬৬