You dont have javascript enabled! Please enable it! Innocent Millions - অসহায় শিশুর নির্মম হত্যাযজ্ঞ, পাকিস্তানীদের বর্বরতার চলচ্চিত্র - সংগ্রামের নোটবুক

ইনোসেন্ট মিলিয়নস

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতায় বাবুল চৌধুরী নির্মাণ করেন ১৯ মিনিটের স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ইনোসেন্ট মিলিয়নস (Innocent Millions) কাহিনী ও চিত্রনাট্য ছিল বাবুল চৌধুরীর।
Innocent Millions -এর বিষয় ছিল অসহায় শিশুর নির্মম হত্যাযজ্ঞ, পাকিস্তানীদের সৃষত বর্বরতা। সাধন রায় ছিলেন এ ছবির চিত্রগ্রাহক। এই ছবির ধারা বর্ণনা, লেখা, কন্ঠ দেয়াএবং অন্যান্য বিষয়ে সর্বাত্মক ও সর্বাক্ষণিক সহযোগিতা প্রদান করেন আলমগীর কবির।

[৭৫]                  শাহীনা সুলতানা

রেফারেন্স: মুক্তিযুদ্ধ কোষ (প্রথম খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত