You dont have javascript enabled! Please enable it! স্বাধীন বাংলার প্রথম দৈনিক পত্রিকা 'ইশতেহার' - সংগ্রামের নোটবুক

ইশতেহার

২৬ মার্চ ঢাকার সঙ্গে অন্যান্য অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে সে সময় নওগাঁর তরুন সংগ্রামীরা প্রকাশ করে স্বাধীন বাংলার প্রথম দৈনিক পত্রিকা ‘ইশ্তেহার’। ইশতেহার মাত্র ২ টি সংখ্যা বের হয়েছিল। প্রথমটি ২৭ মার্চ ও দ্বিতিয় সংখ্যাটি ২৮ মার্চে। ফুল স্কেপ সাইজের এক পৃষ্ঠা সাইক্লোস্টাইল করা এ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে কারোরই নাম ছিলোনা। তবে এর প্রকাশনা কাজের সঙ্গে শফিক খান, মইনুল ইসলাম, আনিসুর রহমান, আজিজুল হক, আফম আলমগীর, আখতার সিদ্দিকী, জহুরুল ইসলাম ইদুল, খায়রুল আলম প্রমুখ ব্যক্তি সংশ্লিষ্ট ছিলেন। ১৯৭১ সালের ২৫ মার্চ রাজধানী ঢাকা পাক হানাদারদের আক্রমনের শিকার হলেও নওগাঁ মুক্ত ছিল প্রায় একমাস যাবত। ২২ এপ্রিল নওগাঁ পাকসেনাদের অধিকারে চলে যায়।
[১০] হাসিনা আহমেদ

রেফারেন্স: মুক্তিযুদ্ধ কোষ (প্রথম খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত