You dont have javascript enabled! Please enable it! 1971.10.20 | জাতীয় জীবনের চরম সন্ধিক্ষণে প্রদেশে মন্ত্রিসভা গঠিত হয়েছে- আবুল কাসেম - সংগ্রামের নোটবুক

আবুল কাসেম
২০ অক্টোবর

মালেক মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হবার পর তিনি বলেন-“জাতীয় জীবনের চরম সন্ধিক্ষণে প্রদেশে মন্ত্রিসভা গঠিত হয়েছে। এমন সংকটকালে মন্ত্রিসভায় যােগদান করে যে দায়িত্ব বরণ করে নিয়েছি তা, অত্যন্ত গুরুতর ও অর্থবহ।… বহিঃশত্রুর। চক্রান্তে যখন দেশের স্বাধীনতা বিপন্ন, জনজীবন বিপর্যস্ত, প্রতিটি মানুষ দিশেহারা তখন শুধুমাত্র নীরব, নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করাকে জাতির প্রতি বিশ্বাসঘাতকতা করারই সামিল বলে গণ্য করেছি।”

রেফারেন্স: ১৯৭১  ঘাতক-দালালদের বক্তৃতা ও বিবৃতি-  সাইদুজ্জামান রওশন