You dont have javascript enabled! Please enable it! 1971.11.12 | কালীগঞ্জে ১৪টি রাইফেল উদ্ধার - সংগ্রামের নোটবুক

কালীগঞ্জে ১৪টি রাইফেল উদ্ধার

ভালুকা, ফুলবাড়ীয়া, ২৫শে অক্টোবর (নিজস্ব সংবাদদাতা) বীর গেরিলারা কালীগঞ্জের রাজাকার ঘাটিতে আজ এক আক্রমণ চালিয়ে পয়ত্রিশ জন রাজাকারকে নিহত করেছেন। ঘটনার বিবরণে প্রকাশ, রাজাকাররা আত্মসমর্পণ করবে এই মর্মে এক খবর মুক্তিবাহিনীর ঘাঁটিতে প্রেরণ করে। মুক্তিবাহিনীর কমান্ডার মােঃ আফছারউদ্দিন তাহাদের কথায় বিশ্বাস স্থাপন করে অনুমতি দেন। সন্ধ্যার সময় মুক্তিযােদ্ধারা যখন ইফতার করতে ব্যস্ত সে সময় পঞ্চাশ জন রাজাকার চরম বিশ্বাসঘাতকতা করে আনছারউদ্দিন সাহেবকে ধরে নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় জনসাধারণ। বিশেষভাবে মর্মাহত হন। তারা রাজাকারদের এ ব্যবহারে বেশীক্ষণ সহ্য করতে পারেন নি। ক্ষিপ্ত হয়ে স্থানীয় জনগণ দাও, বল্লম সড়কী নিয়ে বিশ্বাসঘাতকদের উপর ঝাপিয়ে পড়েন এবং আনছার সাহেবকে উদ্ধার করেন। এ আক্রমণে দুজন রাজাকার ঘটনাস্থলে মারা যায় এবং আটজন আত্মসমর্পণ করে। আনছার সাহেবের বন্দী হওয়ার সংবাদ শুনে আফসার সাহেব কালীগঞ্জে উপস্থিত হয়ে রাজাকার ঘাটিতে এক প্রচণ্ড আক্রমণ চালান এবং শত্রুঘাটি নিশ্চিহ্ন করে দেন। বিভিন্ন আক্রমণের ফলে এখানে পঁয়ত্রিশ জন রাজাকার নিহত হয় এবং মুক্তিযােদ্ধারা ১৪টি রাইফেলসহ বিপুল পরিমাণ গােলা বারুদ হস্তগত করেন।

জাগ্রত বাংলা ॥ ১ : ৬

১২ নভেম্বর ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯